মানব পাচার রোধে বিদেশগামীদের ভিসাসহ অন্যান্য তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ -সিআইডি।
তদন্ত সংস্থাটি বিদেশে যাওয়ার আগে তাদের মানব পাচার সেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। এ ছাড়া যে কোনো ধরনের মানব পাচার বা প্রতারিত হওয়ার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক তথ্য দেওয়ার অনুরোধ করেছে তারা।
বুধবার রাজধানীর মালিবাগে সিআইডির সদরদপ্তরে ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের প্রতিনিধি দলের সঙ্গে সিআইডির মানব পাচার বিভাগের মতবিনিময় সভায় এসব তথ্য উঠে আসে। মতবিনিময়ে সিআইডি এবং ইউএনওডিসির কর্মকর্তাদের মধ্যে মানব পাচার, মানি লন্ডারিং প্রতিরোধ ও তদন্তে আইনি সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
মানব পাচার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে প্রতিনিয়ত সমন্বয় করে কাজ করে যাচ্ছে সিআইডি। ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্রুত অপরাধীদের শাস্তি এবং সাক্ষীদের নিয়মিত কোর্টে হাজির করার জন্য সিআইডি একটি ‘মানব পাচার সেল’ গঠন করেছে। এই সেল মানব পাচারের শিকার ভুক্তভোগীদের সহায়তা করে থাকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post