ভারতে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। তবে, এর প্রতিবাদ জানিয়েছেন রাজনীতিক ও দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়।
তিনি বলেছেন, এ আইন অগ্রহণযোগ্য। এছাড়াও তিনি তামিলনাড়ু সরকারকে রাজ্যে এ আইন প্রয়োগ না করার আহ্বান জানিয়েছেন।
গত সোমবার (১১ মার্চ) দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়ন সম্পর্কিত এক বিজ্ঞপ্তি জারি করা হয়। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ‘মুসলিমবিরোধী’ বিতর্কিত এ আইনটি কার্যকর করলো মোদি সরকার।
সম্প্রতি ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন থালাপতি। তার দলের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এ আইনের নিন্দা জানিয়ে তামিল ভাষায় একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে সুপারস্টার থালাপতি বলেন, ‘রাজনৈতিক বিভাজন তৈরির জন্য সিএএ কার্যকর করা হচ্ছে।’ “নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)-এর মতো কোনো আইন এমন পরিবেশে কার্যকর করা গ্রহণযোগ্য নয়, যেখানে দেশের সকল নাগরিক সামাজিক সম্প্রীতির সাথে বসবাস করে। নেতাদের নিশ্চিত করা উচিত যে, এ আইনটি তামিলে প্রয়োগ করা হবে না।”
একইভাবে, আরেক দক্ষিণী অভিনেতা কমল হাসানও নির্বাচনের আগে কার্যকর করা সিএএর নিন্দা করেছেন। তিনি বলেছেন, সিএএ আসলে দেশকে ভাগ করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।
তিনি আরও বলেন, আইনটি অত্যন্ত তাড়াহুড়ো করে পেশ করা হয় এবং জাতীয় নির্বাচনের আগে এখন কার্যকর করা হচ্ছে। এটা বিজেপির ঘৃণ্য পরিকল্পনাগুলোর অন্যতম। ধর্ম, ভাষা এবং বর্ণের ভিত্তিতে সরকার আমাদের নাগরিকদের বিভক্ত করতে চাইছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post