ওমানের মুসান্দাম খাসাবে কর্মরত দুজন প্রবাসী তিন দিনের ব্যবধানে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। দুজনেই দীর্ঘদিন যাবত প্রবাসে রয়েছেন।
এরমধ্যে মুহাম্মদ শাহা আলম চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলার চন্দ্রঘোনার খন্দকারপাড়া গ্রামের শহর মুল্লুকের ছেলে। গত ৭ই মার্চ (বৃহস্পতিবার) রাত ৩ টায় স্ট্রোক করে খাসাব হাসপাতালে তার মৃত্যু হয়।
অপর প্রবাসী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের মুহাম্মদ অহিদ আলম। গত ১০ মার্চ রাত ১২ টার দিকে স্ট্রোক করার পর খাসাব হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
হঠাৎ এভাবে দুজন প্রবাসীর মৃত্যুতে খাসাবের বাংলাদেশ কমিউনিটিতে এবং তাদের পরিবার-পরিজনে শোকের ছায়া নেমে এসেছে।
তাদের লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। দুই ওমান প্রবাসীর আকস্মিক বিদায়ে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে খাসাবের বাংলাদেশী সংগঠন বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি খাসাব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post