জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ প্রবাসীসহ একই পরিবারের ৪ জনের উপর হামলা। একজনের অবস্থা খুবই গুরুতর। এই হামলায় অভিযুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে নোয়াখালীর চাটখিল উপজেলায় চাটখিল পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের আবদুল কাদের মৌলভীর বাড়িতে এই হামলার ঘঠনা ঘটে। আহতরা হলেন- ছকিনা আক্তার (৩২), তাসলিমা আক্তার (২৮), দক্ষিণ কোরিয়া প্রবাসী রাজু আহমেদ (৩০), আরব আমিরাত প্রবাসী নুরুল ইসলাম (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৌলভী বাড়ির লোকজনের সাথে ভুক্তভোগী নুরুল ইসলামের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার (১১ মার্চ) সকালে মৌলভী বাড়ির ১০-১২ জন মিলে নুরুল ইসলামের পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আহতদের দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন, আমার বাপ-দাদার ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখল করার অপতৎপরতা চালাচ্ছে তারা (অভিযুক্তরা)। আমাদের পুকুরে আমরা মাছ ধরতে যাওয়ায় দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় মৌলভী বাড়ির ১০-১২ জন। এর আগেও বিদেশ থেকে আসার পর আমার উপর ৪ বার হামলা করাছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই এবং এই ঘটনার বিচার চাই।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযান চালিয়ে মনির এবং হৃদয় নামে ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পলাতক আসামিদের দ্রুতই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post