পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ওমানের নাগরিক ও প্রবাসীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক। রাজকীয় কোর্টের দেওয়া ওই বিশেষ শুভেচ্ছাবার্তায় বিশ্বের মুসলিম সম্প্রদায়েরও কল্যাণ কামনা করেন তিনি। সোমবার রমজানের চাঁদ দেখা দেওয়ায় মঙ্গলবার থেকে ওমানে রোজা শুরু হয়েছে।
চাঁদ দেখা যাওয়ার পর শুভেচ্ছা বার্তায় সুলতান হাইথাম বলেন, ওমান ও বিশ্বের মুসলিম সম্রদায়ের জন্য রমজান মাস আল্লাহর রহমত। এই মাসের উসিলায় পৃথিবীজুড়ে চলমান সংকট কাটিয়ে অনাবিল শান্তি নেমে আসুক।
এদিকে রমজান উপলক্ষ্যে দেওয়া শুভেচ্ছাবার্তায় গাজায় ‘ঘৃণ্য অপরাধের’ অবসান চেয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদ। সৌদি বাদশাহ বলেন, সৌদি আরব ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য রমজান মাস একটি আশীর্বাদ।
আল্লাহর সন্তুষ্টিলাভের জন্য এই মাসে মুসলিমরা রোজা রাখেন, নামাজ পড়েন। কিন্তু এবারের পবিত্র রমজানে মুসলিমদের সিয়াম সাধনার ওপর ছায়া ফেলেছে অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ। গাজা উপত্যকার ভয়াবহ পরিস্থিতিতে মুসলিমদের হৃদয় ভারাক্রান্ত। ফিলিস্তিনি ভাই-বোনেদের প্রাণহানি-ভোগান্তিতে আমাদের মন কাঁদছে। পরে তিনি দ্রুত এই সংকটের অবসান কামনা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post