টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ইকবাল হোসেনের। দক্ষিণ আফ্রিকায় থাকা বাংলাদেশি এই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ডারবান শহরে নিজ দোকানের সামনে ওই হামলার ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় মধ্যপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা শফি উল্যার ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে ইকবাল সবার বড়।
জানা যায়, এদিন দোকান বন্ধ করে বাসায় ফেরার জন্য অপেক্ষা করছিলেন ইকবাল। এসময় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সোমবার সকালে মৃত্যু হয় প্রবাসী ইকবালের।
ডারবান শহরের একই এলাকায় থাকা ইকবালের ছোট ভাই ও স্বজনদের মাধ্যমে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। এরপরই পরিবারের সদস্যদের মধ্যে বিষাদের ছায়া নেমে আসে। এর আগেও গত ৩রা মার্চ রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে বাংলাদেশি দম্পতিকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post