বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) ভারতের রাজস্থানের জয়সালমার এলাকায় বিধ্বস্ত হয়েছে বিমানটি। এই দুর্ঘটনা থেকে পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রশিক্ষণ চলাকালীন একটি ছাত্র হোস্টেলের কাছে বিমানবাহিনীর ‘তেজাস’ বিমানটি বিধ্বস্ত হয়েছে।
ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানবাহিনীর এই যুদ্ধবিমানটি ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়েছিল। প্রায় দুই যুগ পর বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। ভারতের বিমানবাহিনীতে বিমানটিকে অন্তর্ভুক্ত করা হয় ২০১৬ সালে।
বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, বিমানটি দুর্ঘটনার কবলে পড়ার আগেই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। এই ঘটনায় তদন্ত কমিটি ঘঠন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির বিমানবাহিনী জানিয়েছে, ‘‘ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মঙ্গলবার(১২ মার্চ) প্রশিক্ষণ চলাকালীন সময়ে জয়সালমারে দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। বিমানটি দুর্ঘটনার কবলে পড়ার আগেই পাইলট নিরাপদে বের হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’’
এনডিটিভির এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন ধরে যায়। নিভিয়ে ফেলা হয়েছে বিধ্বস্ত বিমানের আগুন। তবে বিমানটি যুদ্ধকালীন প্রশিক্ষণের অংশ ছিল কি না তা এখনও বলা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post