বিমান মাঝ আকাশে ১৫৩ জন যাত্রী ও ক্রু নিয়ে উড়ছিল। ককপিটে পাইলট ছিলেন দুইজন। উড়ন্ত অবস্থায় মাঝ আকাশে বিমানের মধ্যে ঘুমিয়ে যান দু’জন পাইলট। তাও আবার এক-দুই মিনিট নয়, ২৮ মিনিট দরে ঘুমিয়ে ছিলেন তারা। এ জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে দু’জন পাইলটকেই।
বাটিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি রাজ্যের কেন্দারি থেকে রাজধানী জাকার্তা যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এটি দেশটির অভ্যন্তরীণ পথে চলাচলকারী বাটিক এয়ারলাইন্সের এ৩২০ মডেলের বিমান ছিল। যদিও বড় কোনো বিপদ হয়নি। নিরাপদেই জাকার্তায় অবতরণ করেছে বিমানটি।
বিমানের পাইলট জানান, উড্ডয়নের আধা ঘণ্টা পর বিমানের নিয়ন্ত্রণ ছিল কোপাইলটের কাছে। কারণ তাঁর বিশ্রামের প্রয়োজন ছিল। তিনি বিশ্রাম নিতে চাইলে কোপাইলট তাতে রাজি হন। তবে পাইলট ঘুমিয়ে যাওয়ার পর কোপাইলটেরও ঘুম পায়।
এরপর পাইলটের ঘুম ভাঙলে তিনি বুঝতে পারেন কোপাইলটও ঘুমিয়ে রয়েছে। পরে তিনি বিমানের নিয়ন্ত্রণ নেন। নিয়ন্ত্রণকক্ষ থেকে যোগাযোগ করা হলে তাতে সাড়া দেন। জাকার্তায় বিমানটি অবতরণ করান।
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রতিবেদনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। কোপাইলট জানান, তাঁর স্ত্রী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। বাড়িতে বাচ্চাদের পেছনে অনেকটা সময় ও শ্রম দিতে হয়। এই সব কারণে তিনিও বেশ ক্লান্ত ছিলেন।
বিমানটির ককপিটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল জাকার্তার এয়ার ট্রাফিকের নিয়ন্ত্রণকক্ষ থেকে। কিন্তু দুই পাইলটের কেউই সাড়া দিতে পারেননি ঘুমিয়ে থাকার জন্য। পরে তাদের ঘুমানোর বিষয়টি প্রকাশ করা হয়
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post