ওমানের ভিসা চালুর বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার আমিরাতে দুই দিনের সরকারি সফরের শেষ দিন আবুধাবির একটি হোটেলে প্রবাসীদের আয়োজিত সংবর্ধনা শেষে এ আশ্বাস দেন মন্ত্রী।
এর আগে ওমানে বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ওমান ভিত্তিক প্রবাসী ব্যবসায়ী এবং এনআরবি সিআইপি এসোশিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী…
পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে ভিসা চালুর বিষয়টি দেখবেন বলে আশ্বাস পেয়েছেন ইয়াসিন চৌধুরী। প্রবাস টাইমকে তিনি জানান, খুব শিগগির ভিসা জটিলতা কেটে যাবে…
এদিনের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রত্যেক প্রবাসীই দেশের প্রতিনিধি এবং তাঁদের আচরণেই দেশ পরিচিত হয়। তাই বিদেশে বসে দেশ ও সরকারবিরোধী প্রচার বন্ধে এবং প্রবাসে আইনশৃঙ্খলাবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে প্রবাসীদেরকেই শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এ সময় প্রবাসীদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post