রমজান উপলক্ষ্যে এক হাজার পরিবারকে ৫০ হাজার টাকা করে উপহার দিয়েছেন আলোচিত প্রবাসী ব্যবসায়ী আরাভ খান।
রোববার সন্ধ্যায় ফেসবুক লাইভে লটারিতে নির্বাচিতদের কল করে অর্থ প্রাপ্তির বার্তা পৌঁছে দেন তিনি। পরে মানুষের আগ্রহ বিবেচনায় এদিন আরও বেশি মানুষকে অর্থ সাহায্য দেয়ারও আশ্বাস দেন তিনি।
এর আগে গত মঙ্গলবার নিজের ফেজবুক পেইজ থেকে লাইভে এসে ১ হাজার মানুষকে বড় অঙ্কের এই উপহার দেয়ার ঘোষণা দেন আরাভ। এরপরই কমেন্ট বক্সে আগ্রহীদের ভিড় জমে। শর্তমত সবাই কমেন্টে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে দিতে থাকেন।
মাত্র ৫ দিনে আরাভ খানের সেই ভিডিওতে কমেন্ট করেন ৪ লাখেরও বেশি মানুষ। পৃথক আরেকটি পোস্টে আরও অন্তত সাড়ে ৩ লাখ মন্তব্য আসে। সেখান থেকেই নামগুলো কাগজে লিখে লটারির বাক্সে ভরা হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী, সন্ধ্যা নামতেই লাইভে আসেন আরাভ খান। একটি করে কাগজের টুকরো উঠিয়ে ভাগ্যবান বিজয়ীদের ফোন করে চমকে দিতে থাকেন। প্রবাসী আরাভের এই উদ্যোগ নিয়ে দেশ বিদেশে এখন প্রশংসার ঝড় বইছে।
এদিন উপহার বিতরণের লাইভে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদেরও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন আরাভ খান। এছাড়া লাইভের ফাঁকে ফাঁকে সময় নিয়ে প্রবাসী ও সাধারণ মানুষের অসহায়ত্ব নিয়েও আলাপ করেন তিনি। পাশাপাশি যারা দেশের বাইরে প্রবাস জীবন কাটাচ্ছেন তাদেরকে ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ারও পরামর্শ দেন ধনাঢ্য এই ব্যবসায়ী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post