শিগগিরই ১০০ টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ওমান প্রবেশের অনুমতি পাবে
মধ্যপ্রাচ্য বলতেই সামনে ভেসে ওঠে তেল সম্পদের অট্টালিকা। গোটা দুনিয়ার তেলের বাজার নিয়ন্ত্রণ করে মধ্যপ্রাচ্য। তেল থেকেই তাদের সরকারি আয়-ব্যয় নির্বাহ হয়। উপসাগরীয় সহযোগিতা সংস্থা বা জিসিসি ভুক্ত দেশগুলোর অর্থনীতির চাকা ঘোরে তেল সম্পদের শক্তিতে।
কিন্তু সামনের বছরগুলো তাদের জন্য হয়ে উঠছে কঠিন। বদলে যাচ্ছে পরিস্থিতি। ফুরিয়ে আসছে তেল সম্পদ। ফলে ওমান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে টিকে থাকার জন্য এখন বিকল্প অর্থনীতির দিকে ঝুঁকতে হচ্ছে।
তেল নির্ভরতা থেকে বেরিয়ে আসতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে ওমান, সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ। ইতিমধ্যেই ওমানের সুলতান হাইথাম বিন তারেক তার দেশের অর্থনীতিকে তথ্য-প্রযুক্তি ও পর্যটন নির্ভর করতে রাষ্ট্রীয় সংস্কার শুরু করেছেন।
সম্প্রতি ওমানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত আর্থিক ব্যালেন্স পরিকল্পনায় বলা হয়েছে, ওমানে পর্যটকদের আকর্ষণ করতে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যবর্তী বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে ওমান সরকার। এর মধ্যে অন্যতম হচ্ছে, খুব শীঘ্রই ১০০ টি দেশের নাগরিকদের ভিসা ছাড়াই ওমান প্রবেশের অনুমতি দিবে দেশটি। এতে দেশটিতে পর্যটকদের পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
তবে ছাড় দেওয়া হবে এমন দেশগুলির তালিকা এখনও প্রকাশ করেনি ওমান সরকার। গালফ নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হয়তো আগামী মাসে ঘোষণা করতে পারে। বর্তমানে দেশটিতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং কুয়েত জিসিসির এই পাঁচটি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারছেন এবং নিউজিল্যান্ডের নাগরিকরা কোনও ফি ছাড়াই ওমানে তিন মাস অবধি কাটাতে পারবেন। অন্যান্য ৭১ টি দেশের নাগরিকরা তাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের বেশি থাকলে ওমানের ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে তাদের দেশে টানতে বেশ মনোনিবেশ দিচ্ছে। ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এবং ফলোআপ ইউনিটের বার্ষিক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। সেইসাথে চীন, রাশিয়া এবং ইরানে বিপণন ভিত্তিক প্রতিনিধি (এমবিআর) অফিস খোলার মাধ্যমে নতুন পর্যটন বাজারকে টার্গেট করার উদ্যোগ অব্যাহত রেখেছে ওমান।
গত দুই বছর আগেই চীনা, রাশিয়ান এবং ইরানি নাগরিকদের জন্য অন এরাইভাল ভিসার ঘোষণা দেয় দেশটির রয়্যাল ওমান পুলিশ আরওপি। বর্তমানে পর্যটকদের জন্য কয়েক ঘন্টার ভিসা থেকে শুরু করে সিঙ্গেল এন্ট্রি, এবং এক বছর মেয়াদী মাল্টিপল ভিসা চালুর কথা জানানো হয়েছে।
আরো দেখুনঃ ওমানে নতুন আইন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post