কুমিল্লার লালমাই উপজেলার দুর্লভপুরে আবু বকর সিদ্দিক (২৭) নামের এক সিঙ্গাপুর প্রবাসীর শনিবার বিয়ের দিন ধার্য করা ছিল। কিন্তু একদিন আগে শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পরিবারের দাবি, তিনি বাড়ির আঙিনায় একটি নির্মাণাধীন পিলারের রডের সঙ্গে নিজের বেল্টে গলা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আবদুর রশিদের ছেলে আবু বকর ছিদ্দিক সিঙ্গাপুরে থাকতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিয়ে ঠিক হওয়া কলেজছাত্রী বলেন, বৃহস্পতিবার রাতে ঘুমানোর পূর্বে তিনি আমার সঙ্গে ৩৭ মিনিট কথা বলেছেন। হাসিখুশিভাবেই তিনি আমার থেকে বিদায় নিয়েছেন। আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না তিনি আত্মহত্যা করেছেন। প্রশাসনের উচিত মৃত্যুর কারণ বের করতে তদন্ত করা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, সিদ্দিক আত্মহত্যা করতে পারে না। এটা হত্যা কিনা তদন্ত করে দেখা প্রয়োজন।
পিলারে ঝুলে আত্মহত্যা করলে নিহতের শরীরে ক্ষত তৈরি হওয়ার কথা, সেটাও নেই। সিদ্দিকের মা বলেন, রাত ১২টায় হাসিখুশিভাবে আমাদের বিদায় দিয়েছে। বলেছে, আমি ঘুমাবো মা। আপনারা ঘরে যান। সকালে উঠতে হবে। এরপর আমরা অন্য ঘরে গিয়ে ঘুমাই। সকালে উঠে দেখি ছেলের লাশ।
লালমাই থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে গলায় একটি দাগ রয়েছে। নিহতের পরিবারের দাবি, রডের সঙ্গে বেল্ট পেঁচিয়ে ঝুলে ছিল। ভোরে তারা দেখার পর বেল্ট কেটে লাশ নামিয়ে আনে। লালমাই থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post