ওমানের বিভিন্ন স্থানে ৫০ থেকে ১৫০ মিলিমিটারের অব্যাহত ভারী বর্ষণের পর আকস্মিক বন্যার বিষয়ে সতর্কতা জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি।
ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড ওয়ার্নিং সেন্টারের দেয়া বিশ্লেষণ অনুযায়ী, মুসান্দাম, আল বুরাইমি, আল বাতিনাহ এবং আল ধাহিরায় শনিবার রাত থেকে রোববার গোটা দিন বৃষ্টিপাতের মাত্রা আরও বেশি থাকবে।
অঝোর ধারার বর্ষণের ফলে গত এক সপ্তাহ যাবত চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওমানের নাগরিক ও বাসিন্দারা। বৃষ্টির তীব্রতা বেশি থাকায় বিভিন্ন সড়কে পানি জমে গেছে, ডুবে গেছে নিম্নাঞ্চলের দোকানপাট ও বাসাবাড়ি। ওয়াদিতে পানির স্রোত বাড়ায় সড়কের যান চলাচলও স্থবির হয়ে পড়েছে। এরমধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ ওয়াদি পার হতে গিয়ে বিপদে পড়েছেন বলে খবর দিয়েছে সিভিল ডিফেন্স।
মৌসুমী লঘুচাপের প্রভাবে সোমবার মধ্যরাত থেকেই মাস্কাটের পাশাপাশি মুসান্দাম, আল বুরাইমি, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ এবং আল দাখিলিয়াতে বৃষ্টি আরম্ভ হয়। অন্যান্য অঞ্চলেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বৃষ্টিকালীন সময়গুলোয় ওয়াদি পাড় হতে গিয়ে প্রবাসীসহ বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই ক্ষয়ক্ষতি এড়াতে এবারও বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার সময় সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post