এক যাত্রী কয়েন ছুড়ে মারলেন বিমানের ইঞ্জিনে এর ফলে ফ্লাইট বিলম্ব হয় চার ঘণ্টারও বেশি। সম্প্রতি চীনের একটি বিমানে এমনই এক ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম সিএনএনের বরাত থেকে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (৬ মার্চ) দেশটির জাতীয় গণমাধ্যম থেকে জানানো হয়েছে, চায়না সাউদার্ন এয়ারলাইন্সের এক যাত্রী ইঞ্জিনে কয়েকটি কয়েন ছুড়ে দেন। আর এই ঘটনাতেই ফ্লাইটটি চার ঘণ্টারও বেশি সময় বিলম্বিত হয়েছে।
ফ্লাইটরাডার২৪ এবং ফ্লাইট অ্যাওয়ারের বরাতের তথ্যমতে, বুধবার (৬ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় সানিয়া থেকে বেইজিংয়ের উদ্দেশে ফ্লাইট সিজেড ৮৮০৫ রওনা হওয়ার কথা ছিল। তবে ইঞ্জিনে কয়েন খুঁজে পাওয়া যায় স্থানীয় সময় দুপুর ২টা ১৬ মিনিটে ফলে চার ঘণ্টারও বেশি সময় পর্যন্ত ফ্লাইটটি বিলম্বিত হয়।
বিভিন্ন সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত একটি ভিডিও হতে দেখা যায়, বিমানের ইঞ্জিনে কয়েন ছুড়ে মারা সন্দেহভাজন এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন ফ্লাইট অ্যাটেনডেন্ট। সন্দেহভাজন ঐ যাত্রী ‘তিন থেকে পাঁচটি’ মুদ্রা নিক্ষেপ করার কথা স্বীকার করেছেন।
এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাত থেকে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে, অভিযুক্ত যাত্রীকে বিমানবন্দর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিমানের রক্ষণাবেক্ষণ করার সময় ইঞ্জিনে কয়েনগুলো পাওয়া যায়।
বিমানটি উড্ডয়নের আগে আবার একটি পুঙ্খানুপুঙ্খ সুরক্ষা পরিদর্শন (সেইফটি চেক) করেছে বিমানের রক্ষণাবেক্ষণ দল এবং কোনো নিরাপত্তা সমস্যা নেই বলে নিশ্চিত হয়েছে।
বিমানটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমন ‘অসভ্য আচরণ’-এর বিরুদ্ধে সতর্ক করেছে যে, ‘বিমানের ইঞ্জিনে কয়েন নিক্ষেপ করা বিমান চলাচলের জন্য হুমকি এবং এর ফলে বিভিন্ন স্তরের শাস্তি হবে।’ সাম্প্রতিক বছরগুলোতে বিমানে কয়েন নিক্ষেপের এমন আরও কয়েকটি ঘটনা ঘটেছে।
গুয়াংজুতেও গত অক্টোবরে কয়েন নিক্ষেপের জন্য চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিলম্বিত হয়। ২০২১ সালে জিএক্স এয়ারলাইন্সের একটি ফ্লাইট, ওয়েইফাং এবং হাইকুর মধ্যে লাল কাগজে মোড়ানো অনেকটি মুদ্রা পাওয়া গিয়েছিল পরে ফ্লাইটি বাতিল করা হয়েছিল। ২০১৭ সালে চীনের সাংহাইয়ে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিমানে চড়ার সময় কয়েন ছুড়ে মারেন এক বয়স্ক যাত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post