মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ প্রবাসীদের দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি’ চালু করেছে দেশটির সরকার। পহেলা মার্চ থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত।
নতুন এই কর্মসূচির আওতায় প্রবাসীরা নিজ দেশে ফেরত যেতে চাইলে অবশ্যই পাসপোর্ট অথবা দূতাবাসের অনুমোদিত ট্রাভেল ডকুমেন্ট পাস ইমিগ্রেশন অফিসে জমা দিতে হবে। আর বিমান টিকিটের মেয়াদ থাকতে হবে ১৪ দিন। এসব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইমিগ্রেশন অফিসে আত্মসমর্পণ করার পর ৫০০ বা ৩০০ রিঙ্গিত জরিমানা দিয়ে প্রবাসীরা নিজ দেশে ফিরে যেতে পারবেন।
এদিকে দূতাবাস থেকে ট্রাভেল পারমিট নিতে বাংলাদেশিদের কোন কোন কাগজপত্র দিতে হবে তা জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই এমন বাংলাদেশি নাগরিক মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরে যেতে চাইলে ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে হবে।
এক্ষেত্রে সর্বশেষ পাসপোর্ট কিংবা সংশ্লিষ্ট ইউএনও’র অফিসিয়াল চিঠির কপি, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও ইন্টারভিউয়ের জন্য আবেদনকারীকে হাইকমিশনে উপস্থিত হতে হবে। ফি দিতে হবে অফেরতযোগ্য ৪৪ রিঙ্গিত। প্রতি সোম ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টারে আবেদন নেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post