মালয়েশিয়ায় গতকাল রোববার রাতে ট্রেনের ধাক্কায় নিহত তিন ব্যক্তির মধ্যে দুই জন বাংলাদেশের নাগরিক। কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানান, নিহত তিনজনের মধ্যে দু’জন বাংলাদেশের নাগরিক। তাঁরা হলেন—কুমিল্লার মোহাম্মদ কামাল হোসেন (২২) ও চট্টগ্রামের মোহাম্মদ দুলাল (৩৩)।
রোববার (৩ মার্চ) রাত ১১টার দিকে কাজাং এলাকার কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা বারনামা।
নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি ও অপরজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। নিহত তিনজনই ৩০-৪০ বছর বয়সী।
নিহত দুই বাংলাদেশি সম্প্রতি কলিং ভিসায় মালয়েশিয়ায় যান। তারা কাজ না পেয়ে একটি ওয়ার্কশপে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করেছে। পরে রাত সোয়া ১২টার দিকে তিন জনের লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা ও ময়নাতদন্তের জন্য স্থানীয় পুলিশের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মালয়েশিয়ায় ভূগর্ভস্থসহ সব ধরনের রেল লাইন রয়েছে। রেললাইনের দুই পাশে ইস্পাতের শক্ত বেড়া দেওয়া থাকে। যাতে রেললাইনে কোনো মানুষ ও জীবজন্তু প্রবেশ করতে না পারে। নিহত ওই তিনজন কীভাবে ও কোন পরিস্থিতিতে ট্রেনের সঙ্গে ধাক্কায় মারা গেল, এ বিষয়ে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্টরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post