বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালুর লক্ষ্যে ভারত কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির সহকারী হাই কমিশনার মনোজ কুমার।
গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে বাণিজ্য গতিশীল করতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই তথ্য দেন।
মনোজ কুমার জানান, বিশ্বব্যাপী ভারত যে পরিমাণ ভিসা ইস্যু করে তার বেশিরভাগই বাংলাদেশি নাগরিকদের জন্য। এ অবস্থায় অন-অ্যারাইভাল ভিসা বা ভিসা ইস্যু সহজীকরণ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ও ভারত এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতেও কাজ চলছে বলে জানান মনোজ কুমার। বাণিজ্য ঘাটতি কমে গেলে ভারতীয় মুদ্রায় পণ্য আমদানি সহজ হবে বলে জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post