সৌদি আরব মসজিদে নতুন এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়ার কথা জানিয়েছে। দেশটির ঐতিহাসিক উসমান বিন আফফান মসজিদে মিলেছে ১ হাজার ২০০ বছর পুরনো ওই স্থাপত্য নিদর্শন। গালফ নিউজ
আবিষ্কারটি ঐতিহাসিক জেদ্দায় প্রত্নতত্ত্ব প্রকল্পের প্রাথমিক পর্যায়ের অংশ, যার লক্ষ্য এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য উন্মোচন করা।
জেদ্দা হিস্টোরিক ডিস্ট্রিক্ট প্রোগ্রাম (জেএইচডিপি) পরিচালিত জরিপ থেকে আধুনিক নির্মাণ বৈশিষ্ট্য থেকে শুরু করে মসজিদটির বিস্তৃত ইতিহাস সম্পর্কে বেশ ভালো ধারণা পাওয়া গেছে।
ঐতিহাসিক উসমান বিন আফফান মসজিদটি শতাব্দীর পর শতাব্দী সংস্কারের মধ্য দিয়ে গেছে। তবে আসল মিহরাব এবং স্থানিক নকশা বজায় রেখেই সবচেয়ে সাম্প্রতিক কাঠামোটি হিজরি ১৪ শতকের বলেই মনে করা হয়।
উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে একটি হলো মসজিদটির নিচে পাওয়া প্রাচীন পানির ট্যাঙ্কগুলো, যা প্রায় ৮০০ বছর পুরনো। এটি জেদ্দার বাসিন্দাদের পানির অভাব মোকাবিলায় উদ্ভাবনী সমাধানের দিকটিই তুলে ধরে।
এদিকে এই জরিপের মধ্য দিয়ে শত শত প্রত্নবস্তু আবিষ্কার হয়েছে, যা মসজিদটির স্থায়ী উত্তরাধিকার এবং বিভিন্ন নির্মাণ পর্যায়কেও প্রকাশ্যে এনেছে। এর মধ্যে রয়েছে মসজিদটির মেঝেতে ব্যবহৃত মাটির টাইলস, প্লাস্টার এবং ঐতিহ্যবাহী ফ্লোরের অবশিষ্টাংশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post