শ্রীলঙ্কা বাংলাদেশকে পাহাড়সম লক্ষ্য দিলো। বাংলাদেশের নতুন যাত্রা অধিনায়ক শান্তর অধীনে শুরুটা হলো দারুণ। তবে হাল ছাড়ার পাত্র নয় প্রতিপক্ষ শ্রীলংকাও। সামারাবিক্রমা আর মেন্ডিস পাল্টা আক্রমণ করলেন। এই আক্রমণে বড় পুঁজি নিশ্চিত লংকানদের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমন এক ঘটনাবহুল ইনিংসের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে তিন উইকেটে ২০৬ রান সংগ্রহ করেছে শ্রীলংকা।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুশল মেন্ডিস ও আভিষ্কা ফার্নান্দো। শরিফুলের করা প্রথম বলটিতেই চার হাঁকান আভিষ্কা।
পরের বলেই উইকেট হাতিয়ে নেন শরিফুল। পরে আক্রমণ শুরু করতে থাকেন কামিন্দু মেন্ডিস। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে কামিন্দু মেন্ডিসকে সৌম্য সরকারের তালুবন্দী করেন তাসকিন আহমেদ। কামিন্দু ফেরেন ১৯ রান করে।
শুরুতেই দুই উইকেট হারানোর পর লংকান দলের হাল ধরেন সাদিরা সামারাবিক্রমা ও কুশল মেন্ডিস। যেখানে প্রথম থেকেই মেন্ডিস ছিলেন আক্রমণাত্মক। রিশাদ হোসেনের দ্বাদশ ওভারে পর পর দুই বলে ছয় হাঁকিয়ে ফিফটি পূরণ করেন মেন্ডিস।
দারুণ খেলতে থাকা মেন্ডিসকে অউট করেন কিন্তু সেই রিশাদই। অউট হওয়ার আগেই ৫৯ রান করেন লংকান এই ওপেনার। মেন্ডিসকে ফেরানোর পাশাপাশি ভাঙ্গে সামারাবিক্রমার সঙ্গে তার ৯৬ রানের জুটি। ইনিংসের পরের গল্প চারিথ আসালঙ্কার এবং সামারাবিক্রমার ।
শেষের দিকে রানের পাহাড় গড়লেন এই জুটি। তারই সাথে সাথে সামারাবিক্রমা দেখা পান দারুণ এক অর্ধশতকের। সামারাবিক্রমা ৬১ এবং আসালঙ্কা ৪৪ রানে অপরাজিত থাকেন। একটি করে উইকেট নেন তাসকিন, রিশাদ ও শরিফুল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
