আবাসিক এবং বাণিজ্যিক এলাকাগুলোয় প্রবাসী কর্মীদের আবাসন সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে মাস্কাট প্রশাসন।
এতে বলা হয়েছে, প্রবাসীদের আবাসন সংক্রান্ত বিধিবিধান ভঙ্গের প্রমাণ পেলে কমপক্ষে ৫০ রিয়াল জরিমানা করা হবে। ওমানিদের নিরাপত্তা এবং সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকি বিবেচনা করে সোমবার এই কঠোর নির্দেশ জারি করলো সরকার।
মাস্কাট গভর্নরেটের কমান্ড নম্বর ২৩/৯২ এর আর্টিকেল ৩১ অনুযায়ী, আবাসিক কিংবা বাণিজ্যিক এলাকায় প্রবাসীদের থাকার জন্য কমপ্লেক্স বা ভবন নির্মাণ বেআইনি। এমনকি পরিবার থাকে এমন ভবনে প্রবাসী ব্যাচেলরদের বসবাসও আইন বিরুদ্ধ। কারণ হিসেবে প্রশাসন বলছে, আবাসিক এলাকায় প্রবাসীদের বিশৃঙ্খল বসবাস বাসিন্দাদের জীবনমানে ব্যাঘাত তৈরি করে।
বিজ্ঞপ্তিতে প্রবাসী কর্মীদের আবাসন সংক্রান্ত বিধান মেনে চলার পরামর্শ দিয়ে বলা হয়, প্রবাসীরা যদি আবাসিক কোয়ার্টারে বসবাস করে তবে আচরণগত এবং নৈতিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, যা অপরাধ বৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে।
এছাড়া স্বাস্থ্য এবং পরিবেশগত সমস্যার পাশাপাশি ধূমপান বা তামাক ব্যবহারের অভ্যাস অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যায়। এসব নাগরিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় প্রবাসীদের আবাসন নিয়ে কঠোর অবস্থান ধরে রেখেছে মাস্কাট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post