দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে প্রবাসী বাংলাদেশি দম্পতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অল্পের জন্য রক্ষা পেয়েছে এই দম্পতির সঙ্গে থাকা দুই সন্তান। রোববার (৩ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দম্পতির গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর মানিকপুর গ্রামে। নিহতরা হলেন মো. মহিন ভূঁইয়া ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রুনা আক্তার।
মহিন ভূঁইয়ার ছোট ভাই জানান, তাঁর বড় ভাইসহ তিন ভাই দক্ষিণ আফ্রিকাপ্রবাসী। মহিন স্ত্রী ও দুই সন্তান নিয়ে সেখানে থাকতেন। রোববার সন্ধ্যার দিকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বন্ধুর বাসায় বেড়াতে যান মহিন। সেখান থেকে নিজের বাসার সামনে এলে একদল দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়।
হামলায় মহিন ও অন্তঃসত্ত্বা রুনা গুলিবিদ্ধ হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, গুলিতে স্বামী-স্ত্রী ঘটনাস্থলে মারা গেলেও অল্পের জন্য রক্ষা পায় দুই সন্তান। দক্ষিণ আফ্রিকায় থাকা নিহত মহিনের ছোট দুই ভাই বিষয়টি পরিবারকে নিশ্চিত করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post