সৌদি আরবের তাইফ শহরে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে প্রথম দিনেই টেকনিক্যালের মধ্যে বেশি জোর দিয়েছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা।
কোচ আত্মবিশ্বাসী ফুটবলাররা সবাই ফিট থাকায় । কোচ বলেন, “খেলোয়াড়রা খুব ভালোভাবে অনুশীলন করছে। ভালো ফলাফল নিয়ে তাদের সবারই মনোবল উচ্চ। আমি আশাবাদী যে আমরা ভালো ফলাফল করতে পারবো।”
এ দিকে ফিলিস্তিন শক্তিমত্তায় এগিয়ে থাকায় ফুটবলারদের মনোযোগ ধরে রেখে কঠোর পরিশ্রমের তাগিদ দিয়েছেন কাবরেরা। নিজেদের প্রমাণে মরিয়া ফুটবলাররা। সৌদি আরবের তায়েফে ঠান্ডা একুট বেশি হলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা কঠিন হবে না বলে জানিয়েছেন ম্যানেজার আমের খান।
বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প শুরু সৌদিতে
সৌদি আরবের কিং ফাহাদ স্পোর্টস সিটি গ্রাউন্ডে প্রথম অনুশীলনে উজ্জীবিত বাংলাদেশ। সামনেই কঠিন মিশন। আগামী ২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই অভিযান। এর আগে গেল ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরে কিংস অ্যারেনায় ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে ১-১ গোলে স্বস্তির ড্র আশা জাগিয়েছে জামাল ভূঁইয়াদের। ফিলিস্তিনের বিপক্ষে সামর্থ্য অনুযায়ী সেরাটা দিতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
কোচ হাভিয়ের কাবরেরার ২৮ সদস্যের দল নিয়ে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছেন। ফুটবলারদের তৈরিতে এক চুলও ছাড় দিতে চান না কোচ হাভিয়ে। প্রত্যেক ফুটবলারদেরও জানিয়ে দিয়েছে কোচের চাহিদার কথা। তায়েফের অবহাওয়া কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতো হওয়ায় ফুটবলারদের মানিয়ে নেয়াটা কঠিন হবে না বলে জানানো হয়েছে।
অনুশীলনের বিষয়ে কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেছেন, ‘প্রথম দিন ফুটবলারদের টেকনিক্যাল দিকটাতে বেশি মনোযোগ দেওয়া হয়েছে। মাঠ ও অনুশীলন ফ্যাসিলিটিজ সবই আমাদের প্রত্যাশামতো হয়েছে। এখন ওদের কঠোর পরিশ্রম, মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে নিজেদের তৈরি করতে হবে।
নতুন ও পুরোনোদের নিয়ে ২৮ জনের দল। বিপিএলে নিজেদের প্রমাণ করেই দলের টিকিট পেয়েছেন প্রতিটা ফুটবলার। ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিন সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসে শীর্ষ ষোলো পর্যন্ত লড়াই করেছে, নিজেদের প্রস্তুতিতে মনোযোগ ফটুবলারদের। সৌদি আরবে ক্যাম্প শেষ ১৭ মার্চ তারপর কুয়েত যাবে বাংলাদেশ। ফিরতি লেগের ম্যাচ ২৬ মার্চ কিংস অ্যারেনায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post