ওমানে বসবাসরত ৮ লাখ বাংলাদেশির স্বার্থে মতপার্থক্য এবং ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কমিউনিটির বিভিন্ন ঘরানার সংগঠনগুলো। আর সম্পর্কে দীর্ঘদিনের বৈরিতা ভুলে দেশ ও প্রবাসীদের স্বার্থে হাতে হাত মিলিয়েছে কমিউনিটির দুই শীর্ষ সংগঠন চট্টগ্রাম সমিতি ওমান এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাব।
এদিন জাতীয় স্বার্থ বিবেচনায় আওয়ামীলীগের পাশাপশি একই মঞ্চে বিএনপি নেতারাও উপস্থিত হন। আর বৃহৎ ঐক্যের মাধ্যমে ওমানে থাকা ৮ লাখ বাংলাদেশির সেবায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান এনআরবি সিআইপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী।
শুক্রবার রাজধানী মাস্কাটের সিবে আয়োজিত চট্টগ্রাম সমিতির এক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত হয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সকল ধরণের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এক হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন চট্টগ্রাম সমিতির সভাপতি ইয়াসিন চৌধুরী এবং সোশ্যাল ক্লাবের প্রেসিডেন্ট সিরাজুল হক। বৃহৎ ঐক্যের এই ঘটনা ওমান প্রবাসীদের জন্য নতুন দিগন্ত সূচনা করবে বলেও মনে করেন ইয়াসিন।
প্রবাসী নেতাদের এক ছাদের নিচে সমবেত হওয়াকে ঐতিহাসিক ঘটনা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। ওমানে বাংলাদেশিদের নানাবিধ সমস্যা সমাধান ও সর্বোপরি দেশের স্বার্থে এই ঐক্য সুফল বয়ে আনবে বলেই মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি এবং সোশ্যাল ক্লাবের শীর্ষ নেতাকর্মী ছাড়াও অন্যান্যদের মধ্যে গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার আল হাসান চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, বিএনপির ওমান শাখার সভাপতি এবং কমিনিউটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Discussion about this post