দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দেয় দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইসকম। এতে দূতাবাসের কার্যক্রম বন্ধ হলে বিপাকে পড়েন দেশটির বিভিন্ন জায়গায় থেকে আসা সেবাপ্রত্যাশী প্রবাসীরা। এর কয়েক ঘণ্টা পর বিল পরিশোধ করলে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেয় কর্তৃপক্ষ।
বুধবার দুপুরের পর দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস এ ঘটনা ঘটে। দূতাবাসের এক কর্মকর্তা জানান, দুপুরের দিকে দূতাবাসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অবশ্য বিল বকেয়ার বিষয়টি তাদের জানা ছিল না। বিল সময়মতো কেন পরিশোধ করা হয়নি তারও উত্তর নেই। ওই কর্মকর্তা জানান, দেশটিতে বিভিন্ন সময় লোডশেডিং হলেও দূতাবাসে কখনো বিদ্যুৎ ছাড়া থাকতে হয়নি।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের তিন মাসের বিদ্যুৎ বিল স্থানীয় মুদ্রায় প্রায় ৫০ হাজার রেন্ড পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসকে কেন্দ্র করে বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনা ঘটলেও এবার বিদ্যুৎ বিচ্ছিন্ন করার খবর ছড়িয়ে পড়লে প্রবাসীদের মধ্যে হাস্যরস তৈরি করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post