বছরের শুরতেই জানিয়েছিলেন হলিউডের নতুন সিনেমায় নাম লেখিয়েছেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। রুশো ব্রাদার্সের প্রযোজনায় ‘দ্য ব্লাফ’ শিরোনামের নতুন গল্পে অভিনয় করবেন তিনি। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু নিউজ বিষয়টি নিশ্চিত করেন।
সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে দেখা যাবে হলিউড অভিনেতা কার্ল আরবানকে। শনিবার (২ মার্চ) ইনস্টাগ্রামে খবরটি নিজেই জানিয়েছেন তিনি।
ইনস্টা স্টোরিতে শেয়ার করা পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার পরবর্তী হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’। রুশো ব্রাদার্সের প্রযোজনায় গল্পে প্রধান চরিত্রে অভিনয় করছি । আগামী জুনে শুরু হবে শুটিং।’ প্রিয়াঙ্কার পোস্টটি স্বামী নিক জোনাসও শেয়ার করেছেন। সঙ্গে জুড়ে দেন আগুনের ইমোজি।
গণমাধ্যমের তথ্য মতে সিনেমায় প্রিয়াঙ্কাকে একজন সাবেক জলদস্যুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এরপর নিজের অতীতে ঘটে যাওয়া সব পাপের পরিণতি থেকে পরিবারকে বাঁচাতে সময়ের সঙ্গে যুদ্ধ করতে হবে তাকে। সিনেমাটি প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। এটি পরিচালনা করছেন ফ্র্যাঙ্ক ই ফ্লোয়ার্স।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post