একদিনে প্রবাসের মাটিতে অন্তত ৪ বাংলাদেশির প্রাণহানির খবর পাওয়া গেছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী ও তার মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ৩ টার দিকে মিশিগানের ওয়ারেন সিটিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট মহানগরের আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলী সাজু এবং তার মেয়ে মমো জাহাঙ্গীর। এ ছাড়া জাহাঙ্গীর আলীর ছেলে তামিম জাহাঙ্গীর এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এসময় অপর গাড়ির চালক ও তার এক সঙ্গী আহত হন। তারাও প্রবাসী বাংলাদেশি।
একইদিন মালয়েশিয়ার চ্যারাস শহরে সড়ক দুর্ঘটনায় রাজন মাহমুদ নামে অপর এক বাংলাদেশি নিহত হয়েছেন। মালয়েশিয়ার চ্যারাস শহরে শ্রমিকের কাজ করতেন তিনি। সোমবার কর্মস্থল থেকে ফেরার পথে গাড়িচাপায় গুরুতর আহত হন। পরে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একইসময়ে দক্ষিণ আফ্রিকার ফ্রী ইস্ট্র প্রভিন্সে মো. শামসুল আলম নামে একজন প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শামসুল ইসলাম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের শিকার হন। নিহতের বোনের স্বামী কিরন জানিয়েছেন, চার থেকে পাঁচজনের একটি সন্ত্রাসী গ্রুপ দোকানে এসে মাথায় এবং বুক বরাবর প্রায় ৫ রাউন্ড গুলি করে। তারা আলমের মৃত্যু নিশ্চিত করেই পালিয়ে যান। এই হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়ীক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post