ইতালির রাজধানী রোমে প্রবাসীদের মাঝে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন। এ সময় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকেই স্মার্টলি কাজ করতে হবে।
ইতালি প্রবাসী বাংলাদেশিরা জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড হাতে পেয়ে দারুন খুশি। তারা স্মার্ট কার্ড সংশোধনীর সুযোগ রাখার অনুরোধ জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং সৌদি আরবের পর প্রথমবারের মতো ইতালি প্রবাসী বাংলাদেশিরাও এই স্মার্ট কার্ড হাতে পেল। গত তিন মাসে ইতালিতে ১১শ আবেদন জমা পরে। তার মধ্যে ১৫৭ টি স্মার্ট কার্ড তৈরি করা সম্ভব হয়। প্রতিদিন গড়ে ২০ টি করে আবেদন গ্রহণ করা হয় বলে জানায় দূতাবাস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post