প্রবাস টাইমে সংবাদ প্রকাশের পর এয়ারপোর্ট আর্মড পুলিশ ও ব্র্যাকের সহায়তায় দেশে ফিরেছেন অসুস্থ প্রবাসী হাফেজ মাহবুবুর রহমান। সোমবার রাত ৮ টায় ফ্লাই দুবাইয়ের FZ-523 ফ্লাইটে করে সৌদি থেকে দেশে ফেরেন তিনি।
এর আগে দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে কাতরাতে থাকা মাহবুবের পরিবার কোনো উপায় করতে না পেরে প্রবাস টাইমে হাজির হন। জানান, বড় কাজের স্বপ্ন দেখিয়ে মাহবুবুর ও তার আলেম পরিবারের সাথে ভয়ঙ্কর প্রতারণা করেছে রাজধানীর একটি নামসর্বস্ব এজেন্সি। পরে এ সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করলে সংশ্লিষ্টরা এগিয়ে আসেন।
মাহবুবের বাবা আবদুল মতিন মসজিদের ইমাম। গ্রামের অন্য দশজনের মতোই তার পরিবারেরও নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। ভাগ্যের চাকা ঘুরাতে তাই ২০২৩ সালের এপ্রিল মাসে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয় মাহবুব। কথা ছিলো সৌদিতে মার্কেটিংয়ের কাজ পাবেন, থাকা খাওয়ার ব্যবস্থাও কোম্পানি বহন করবে। তবে ধার কর্যের পয়সায় চড়ে সৌদিতে পা রেখেই বুঝতে পেরেছেন এসব স্বপ্নকথার সবই ফাঁকি।
মাস দুয়েক কোম্পানিতে আটকে থাকার পর পরিচিত এক আত্মীয়ের কাছে যাওয়ার পথে বড় দুর্ঘটনার কবলে পড়েন। শরীরে ক্ষত নিয়ে দেশে ফেরা পর্যন্ত হাসপাতালেই দিন কাটে তার। দেশে পৌঁছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় মাহবুবের ঠিকানা হয়েছে ঢাকা মেডিকেলে। তবুও বাবা আব্দুল মতিনের কণ্ঠে স্বস্তির ছাপ। অন্তত ছেলেকে যে কাছে পেয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post