মাদারীপুরে স্বর্ণালঙ্কার ও ২০ লাখ টাকা নিয়ে অন্যের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইতালি প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে।
এ ব্যাপারে প্রবাসীর মা সম্প্রতি টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চেয়ে অভিযোগ দিয়েছেন বলে জানান সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০১৯ সালের ৫ এপ্রিল প্রবাসী যুবকের সঙ্গে ওই নারীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর যুবক আবার ইতালি চলে যান। এর মধ্যে বিভিন্ন সময়ে প্রবাসী তার স্ত্রীর ব্যাংক হিসাবে প্রায় ২০ লাখ টাকা পাঠান।
৪ সেপ্টেম্বর সেই টাকা ও ঘরে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে সেই নারী নোয়াখালীর এক যুবকের সঙ্গে পালিয়ে যান। পরে তিনি নোয়াখালীর আদালতের মাধ্যমে স্বামীর কাছে তালাকনামা পাঠান।
তারপরই প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দেন প্রবাসীর মা।
ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, “টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগটি আমরা তদন্ত করছি।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post