প্রবাসীদের যাতায়াতে বিমানভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসা, পাসপোর্ট ভেরিফিকেশনের নামে পুলিশি হয়রানি বন্ধ করার পাশাপাশি প্রবাসী ভাতা চালুর বিষয়ে জোড়ালো দাবি জানিয়েছে প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন।
গত রোববার দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সম্মাননা ও উন্মুক্ত আলোচনা সভায় এসব দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
এসময় প্রবাসীদের পক্ষে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী দাবিগুলো উপস্থাপন করেন। সম্পূর্ণ বিনা খরচে মরদেহ দেশে আনা, সীমা ব্যতিত ওয়েজ আর্নার বন্ড বিক্রি, উপজেলা ভিত্তিক প্রবাসী পল্লী বরাদ্দ দেয়া, সরকারি প্লট, ফ্ল্যাটে প্রবাসীদের অগ্রাধিকার দেয়ার পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রবাসী কোটা চালুর ব্যাপারে দাবি উত্থাপন করা হয়।
এছাড়া সব দেশে এনআইডি সেবা চালু করা, অসুস্থ প্রবাসীদের আর্থিক সহযোগিতা দেয়া, আয়কর পরিশোধে হয়রানি বন্ধ করাসহ জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধি নিয়োগের দাবীও উত্থাপন করা হয়।
অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর, বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এবং এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান উপস্থিত ছিলেন।
এদিন অ্যাসোসিয়েশন ৩২ দেশের ৯৫ জন সিআইপিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে প্রবাসীদের উত্থাপিত দাবির সঙ্গে একমত পোষণ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আমি নিজেও একজন প্রবাসী। যে দাবি দাওয়া এসেছে সেটি নিয়ে কাজ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post