একই সময়ে বজ্রপাত, ভারী বর্ষণ ও বিরল শিলাবৃষ্টির কবলে পড়েছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো। ওমানের পর রোববার রাত থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলেও ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভারী বর্ষণের কবলে পড়েছে কুয়েতের মধ্যবর্তী ও দক্ষিণের অঞ্চলগুলোও। বাদ যায়নি কাতার, দেশটিতে রোববার থেকেই বৃষ্টির সাথে সাথে ঝড়েছে শিলাবৃষ্টি। দেশগুলোর বিভিন্ন অঞ্চলে সময় বাড়ার সাথে সাথে বর্ষণের মাত্রা আরও ভারী হবার খবর পাওয়া গেছে।
আমিরাতের আল আইন, আল ওথবা অঞ্চল, আবুধাবির বানি ইয়াসে শিলাবৃষ্টি দেখা গেছে। কোনো কোনো শিলার আকার গলফ বলের সমান বা তার চেয়েও বড়। এছাড়া সোমবারের পর দেশটির তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও বিরল শিলাবৃষ্টি দেখে বেশ আমোদেই আছেন আমিরাতের বাসিন্দারা। কেউ শিলার স্তূপে হাতরে বেড়াচ্ছেন তো কেউ খেলা করছেন, আবার কেউ কেউ ছবি তুলে স্মরণীয় করে রাখছেন মুহূর্ত। তবে বাসিন্দাদের এসব অ্যাডভেঞ্চার থেকে বিরত থাকতে বলেছে আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র – এনসিএম।
বিশেষ করে ওয়াদি এবং সমুদ্র বিচের আশেপাশে না যাওয়ার পরামর্শ দিয়েছে তারা। দেশগুলোর সড়কে যান চলাচলেও নির্দেশনা জারি করেছে পুলিশ। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, গাড়ির গতি সীমিত রাখা এবং নিম্নাঞ্চল এড়িয়ে চলার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post