বিমান সংস্থা স্পাইসজেট দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন এবং করোনা মহামারীর প্রভাব এই সংকটকে আরও তীব্র করেছে। এবার জনপ্রিয় বিমান সংস্থা স্পাইসজেটের চাকরিতে কোপ। কর্মসংস্থান হারাতে চলেছেন হাজারেরও বেশি কর্মী।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সংস্থার সামগ্রিক খরচ কমানো এবং বিনিয়োগকারীদের আগ্রহ বজায় রাখার লক্ষ্যে স্পাইসজেট কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
জানা যাচ্ছে, প্রায় ১,৪০০ কর্মীকে বাতিল করতে চলেছে বিমান সংস্থাটি। যা সংস্থার বর্তমান কর্মশক্তির প্রায় ১৫ শতাংশ।
Cash-strapped #SpiceJet will lay off around 1400 employees, accounting for nearly 15% of its existing workforce, with the move aimed at cutting costs and to retain investor interest.
Read more: https://t.co/O9b7O0Ijkm pic.twitter.com/IWfWISP3d6
— Hindustan Times (@htTweets) February 12, 2024
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post