ভিসা প্রতারণার মামলায় নীলফামারীর সৈয়দপুরে মোঃ সাগর হোসাইন (২৪) নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে উপজেলার চওড়া বাগিচাপাড়া হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাগর চওড়া বাগিচাপাড়া এলাকার বাহারাম হোসেনের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহা আলম ভিসা প্রতারণার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর ভিসা প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে কানাডা এবং অস্ট্রেলিয়ার ভিসা প্রদানের নামে প্রতারণা করে আসছিল স্থানীয় একটি চক্র। এই প্রতারণার ফাঁদে পড়ে অনেক প্রবাসী সর্বস্বান্ত হয়েছে। এমন অভিযোগ পেয়ে পুলিশ গত ২৯ জানুয়ারি দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইবাজার ফকিরপাড়া এলাকার মোঃ হাবিব মিয়া (২২) নামে একজনকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে ওই ঘটনায় সৈয়দপুর থানার উপপরিদর্শক অপূর্ব চন্দ্র সরকার বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। হাবিবের স্বীকারোক্তি অনুযায়ী আজ এই চক্রের সাথে জড়িত মোঃ সাগর হোসাইনকে গ্রেপ্তার করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post