ব্যক্তিগত গাড়িতে করে নতুন কেনা বাড়ি দেখতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র-প্রবাসী পরিবারটি; মধ্যপথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মায়ের, আহত হয়েছে তাদের এক শিশুসন্তান।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন হাফিজ আহমেদ অ্যাঞ্জেল (৫২) ও সাথী আহমেদ (৪১)। হাফিজ কুমিল্লার এবং সাথী বরিশালের সন্তান। গাড়িতে থাকা তাদের মেয়ে রায়দা আহমেদ(১০) আহত হলেও অপর সন্তান ইশাম আহমেদ (১৮) অক্ষত রয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার রাতে নিউ ইয়র্কের কাছে অরেঞ্জ কাউন্টির উডবারির লং মাউন্টেন পার্কওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে নিউ ইয়র্ক পুলিশ জানায়।
তদন্ত কর্মকর্তারা জানান, হাইওয়েতে শতাধিক মাইল বেগে চালানো নিজের গাড়ির গতি কমাতে চেষ্টা করছিলেন বাংলাদেশি হাফিজ আহমেদ। সে সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। তাতে বাংলাদেশি পরিবারের গাড়িটি দুমড়ে যায়, টহল পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
আহত অবস্থায় তাদের ভ্যালহেল্লালের ওয়েস্টচেস্টার হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসকরা হাফিজ ও সাথীকে মৃত ঘোষণা করেন।
নিউ ইয়র্কে বসবাসরত স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস জানান, নিহত পরিবারটি ব্রুকলিনের ফাররকোওয়ে বিচ এলাকার বাসিন্দা ছিলেন। তারা বিংহামটনে কেনা বাড়ি দেখতে যাচ্ছিলেন।
হাফিজ আহমেদ স্থানীয় বাংলাদেশি ইয়েলো সোসাইটির প্রচার সম্পাদক ছিলেন, কমিউনিটির সাংস্কৃতিক অঙ্গনেও তার পরিচিতি রয়েছে। তার স্ত্রী সাথী আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী উদ্যোক্তাদের ‘ইনফ্লুয়েন্সার’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়েছেন। তাকে ধরতে জনসাধারণের সহযোগিতা চেয়ে পুলিশের পক্ষ থেকে একটি টেলিফোন নম্বর দেওয়া হয়েছে, মিডল টাউন পুলিশ স্টেশন-৮৪৫-৩৪৪-৫৩০০।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post