বাড়ির ছাদে কিছু এসে পড়লে তার আওয়াজ বাড়ির বাসিন্দারা পাবেন। অবশ্যই ছোট কিছু হলে পাবেন না। তবে ভারী বড়সড় কিছু এসে পড়লে তো তার একটা জোড়াল আওয়াজ হবেই। অথচ এক্ষেত্রে কোনও আওয়াজ পাননি বাড়ির বাসিন্দা দম্পতি। এদিকে তাঁদের বাড়ির ছাদের ওপর পড়ে আছে একটি ৮ ফুট লম্বা ও ৩ ইঞ্চি পুরু ধাতব পাত।
যা উপর থেকে এসে পড়লে রীতিমত আওয়াজ হওয়ার কথা। বাড়ির লোকজন তো বটেই, এমনকি পাশের বাড়ির মানুষের শোনার কথা।
কোথা থেকে এল এমন এক পাত? বাড়ির লোকজনের ধারনা সেটি কোনও বিমান থেকে খসে পড়েছে। বিমানের অংশ সেটি। কিন্তু কোনও বিমান সংস্থা তো দাবি করেনি যে তাদের বিমান থেকে একটি ধাতব পাত খসে পড়েছে। তাহলে ওটা কি? তা অবশ্যই পরিস্কার নয়।
অত বড় ধাতব পাত এল কোথা থেকে? ওটা কিসের অংশ? সবই ধোঁয়াশায় আচ্ছন্ন। কারণ বিশেষজ্ঞেরাও প্রাথমিকভাবে বুঝে উঠতে পারেননি ওটি কিসের অংশ। ঢালু ছাদের ওপর ওভাবে সেটিকে কেউ যে ফেলে যাবেন সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন সকলে। এখন প্রশ্ন হল তাহলে সেটি এল কোথা থেকে?
উপর থেকে পড়লেও আওয়াজ হবে। অথচ কেউ কোনও আওয়াজ পাননি। আপাতত পেনসিলভানিয়ার এই বাড়ির ছাদে ধাতব পাত একটা রহস্যই হয়ে রয়ে গেছে। তবে সেটি ঠিক কোথা থেকে এসেছে তা জানার চেষ্টা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Discussion about this post