দীর্ঘদিনের জল্পনার পর, বাংলাদেশ বিমান এয়ারবাস থেকে নতুন বিমান কেনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। একাধিক প্রস্তাব থাকলেও, সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিমান কর্তৃপক্ষ আশা করছে, এয়ারবাস এবং বোয়িং উভয়ের বিমান থাকলে তাদের সুনাম বৃদ্ধি পাবে। আর এয়ারবাসের সমন্বয়কে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে লাভজনক করতে তুলনামূলক বড় বিমান এড়িয়ে চলার পরামর্শ তাদের।
দেশের এভিয়েশন খাতের পথচলার অন্যতম কান্ডারি বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাঁচ দশক পেরিয়ে বাংলাদেশ বিমান এখন সুবর্ণ বলাকা। একে একে বহরে যোগ হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বোয়িং কোম্পানির উড়োজাহাজ। নতুন রুটের পাশাপাশি অব্যাহত রয়েছে পুরানো রুটে ডানা মেলা। যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় বাড়ছে নতুন রুটে ফ্লাইট পরিচালনার সুযোগ। সম্ভাবনা নানামুখী কিন্তু সংকট পর্যাপ্ত উড়োজাহাজের।
তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশ বিমানের বহরে থাকা ২১টি উড়োজাহাজের মধ্যে ১৬টিই বোয়িং কোম্পানির। বাকি পাঁচটি রয়েছে কানাডার। তবে এবার নিজ বহর আরও দীর্ঘ করতে বিমানের চোখ শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের দিকে।সব ঠিক থাকলে ইউরোপীয় প্রযুক্তিকে ব্যবহার করবে বিমান। বোয়িংয়ের সঙ্গে এয়ারবাসের সংযোগ বিমানের গ্রহণযোগ্যতা বাড়াবে বলছেন বিমান প্রধান।
বাংলাদেশ বিমানের ব্যবস্থপনা পরিচালক ও সিইও মো. শফিউল আজিম বলেন, এভিয়েশন মার্কেটে এয়ারবাস বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। এয়ারবাসের সঙ্গে কাজ করলে বিমানের ব্যবসা এবং সুনাম উভয়ই বাড়বে।
প্রাথমিক পর্যালোচনায় সিঙ্গাপুর এয়ারলাইন্সসহ উন্নত অনেক দেশে ব্যবহৃত এয়ারবাসের আধুনিক এ-৩৫০ মডেলের বিমান কিনতে চায় সরকার। প্রশস্ত বডির এ মডেলের প্রতিটি বিমানের যাত্রীধারণ ক্ষমতা তিন থেকে চারশ। উদ্যোগ ইতিবাচক, তবে সব রুটে পরিচালনা লাভজনক, এমন মডেল কেনার পরামর্শ বিশেষজ্ঞদের।
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল হক বলেন, দেশের যাত্রীদের চাহিদা বিবেচনায় নিয়ে সব রুটে পরিচালনায় লাভ হবে এমন বিমান কেনা উচিত। বর্তমান প্রেক্ষাপটে এয়ারবাসের এ-৩৫০ মডেলের একেকটি যাত্রীবাহী উড়োজাহাজের দাম হতে পারে প্রায় দুই হাজার ২০০ কোটি টাকা।
বোয়িংয়ের ৭৭৭ ও ৭৮৭ মডেলের উড়োজাহাজের সাথে টেক্কা দিতেই এ মডেল তৈরি করে এয়ারবাস। যার পরিচালন ব্যয় আগের অন্যান্য বিমানের চেয়ে ২৫ শতাংশ কম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post