দিল্লি থেকে মুম্বইগামী একটি ইন্ডিগো বিমান আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানী দিল্লিতে ফিরে আসে। এয়ারলাইন সংস্থা ইন্ডিগো জানায় যে বিমানটি উড়ে যাওয়ার পর ভিতর থেকে এক অস্বাভাবিক দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল।
এই কারণে ফ্লাইট ৬ই ৪৪৯ ( 6E 449) উড্ডায়নের কিছুক্ষণ পরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (IGIA) ফিরে আসে।
একটি বিবৃতিতে, ইন্ডিগো জানিয়েছে যে, একটি “ক্ষণস্থায়ী দুর্গন্ধ” ছিল এবং পাইলট স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করে সতর্কতার কারণে বিমানকে দিল্লিতে ফিরিয়ে আনেন। তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট বিবরণ নিশ্চিত করা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post