কুয়েতে নতুন শর্তের আওতায় আবারও চালু হয়েছে পারিবারিক, বাণিজ্যিক এবং পর্যটনকেন্দ্রীক ভিজিট ভিসা। বুধবার থেকে এই ভিসা প্রক্রিয়া চালু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফ আল সাবাহ’র নির্দেশ অনুসারে ভিজিট ভিসা চালুর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, কুয়েতের বাণিজ্যিক, অর্থনৈতিক এবং পর্যটন খাতকে এগিয়ে নিতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি দেশটিতে বসবাসকারী প্রবাসীদের সামাজিক চাহিদার বিষয়টিও বিবেচনায় নেয়া হয়েছে। গালফ নিউজ বলছে, ভিজিট ভিসা পেতে আগ্রহী আবেদনকারীদের অবশ্যই মাত্তা প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে হবে। বিভিন্ন গভর্নরেটের রেসিডেন্সিবিষয়ক বিভাগগুলো এ বিষয়ে সহায়তা করবে।
ভিসার জন্য আবেদন করার কয়েকটি শর্ত আছে। কমপক্ষে ৪০০ কুয়েতি দিনার উপার্জন করেন এমন প্রবাসীরা তাদের বাবা-মা, স্ত্রী এবং সন্তানদের জন্য এই ভিসার আবেদন করতে পারবেন। অন্য আত্মীয়দের ক্ষেত্রে এই উপার্জন হতে হবে কমপক্ষে ৮০০ কুয়েতি দিনার। অবশ্য এই ভিসা পরিবর্তনের কোনো সুযোগ থাকবেনা।
কুয়েতি কোম্পানি এবং প্রতিষ্ঠানের অনুরোধ অনুযায়ী সঠিক একাডেমিক বা শৈল্পিক যোগ্যতা আছে এবং কোম্পানির কার্যকলাপের সঙ্গে সঙ্গতিপূর্ণ ব্যক্তিরা বাণিজ্যিক ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর পর্যটন ভিসার জন্য নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ভিসা অন-অ্যারাইভাল বা ই-ভিসার জন্য যোগ্য ৫৩টি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post