লেবাননে অনিয়মিত বা অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের বৈধকরণ কর্মসূচি শুরু হয়েছে। দেশটিতে থাকা অনিয়মিত বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। শনিবার লেবাননের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বৈধকরণ কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য জানিয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য লেবানন জেনারেল সিকিউরিটি বা আমলনামা অফিস থেকে দেওয়া আবেদন ফরম বা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে কর্মীদের। এই আবেদন ফরম পূরণ করতে ফেব্রুয়ারির ১৩, ১৫, ১৮, ২৭ ও ২৯ তারিখ নিয়োগকর্তাসহ কর্মীকে দূতাবাসে উপস্থিত হতে হবে।
এসব দিনের সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আবেদন ফরম পূরণ করতে পারবেন লেবানন প্রবাসী বাংলাদেশিরা। এজন্য পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি, পাসপোর্ট এবং নতুন নিয়োগকারীর আইডির ২ সেট ফটোকপি সঙ্গে আনতে হবে। এছাড়া নিয়োগকারী কোম্পানির বাণিজ্যিক লাইসেন্স, কৃষিকাজের ক্ষেত্র নিয়োগকারীর ভূমির মালিকানা সনদ, গৃহকর্মী কাজের জন্য নিয়োগকারীর বেতন বা আয়ের সার্টিফিকেট আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
লেবানন জেনারেল সিকিউরিটি বা আমলনামা অফিসের সার্ভিস চার্জের জন্য দিতে হবে প্রায় ৪৩ হাজার টাকা। এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের জব কন্ট্রাক্ট সত্যায়ন ফি ৭০ ডলার এবং পাসপোর্ট নবায়নের প্রয়োজন হলে তার জন্য দিতে হবে আরও ৩৩ ডলার। বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের ফ্রন্ট ডেস্ক নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post