সংসারে সচ্ছলতা আনার স্বপ্ন নিয়ে, জীবিকার তাগিদে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার গৃহবধূ খালেদা বেগম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, ওমানে গৃহকর্মীর কাজ করতে গিয়ে এক বছর পর মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফিরেছেন তিনি।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ওই নারীর নাম খালেদা বেগম। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার মনফর উল্লার মেয়ে। খালেদা বেগমকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রাখা হয়েছে। তার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করছে সরকারের প্রবাসী কল্যাণ ডেস্ক।
জানা গেছে, খালেদা বেগমকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রিক্রুটিং এজেন্সি এরাবিয়ান গাল্ফ অ্যাসোসিয়েট গৃহকর্মী হিসেবে ওমানে পাঠায়। ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের বরাতে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল জানান, সোমবার খালেদা বিমানবন্দরে এসে পৌঁছালে প্রথমে তাকে প্রবাসী কল্যাণ ডেস্কে নেওয়া হয়েছে। সেখান থেকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে স্থানান্তর করা হয়।
তিনি আরও জানান, খালেদা বেগমের কাগজপত্রে ঠিকানা শায়েস্তাগঞ্জ উল্লেখ থাকলেও নির্দিষ্ট কোনো এলাকা উল্লেখ নেই। তার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরাজানা আক্তার মিতা জানান, এ ব্যাপারে এখনও আমার কাছে কোন তথ্য আসেনি। তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post