ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে এক অভাবনীয় ঘটনায় দুই মাথা, দুই মুখ ও চার চোখ বিশিষ্ট একটি ছাগল ছানার জন্ম হয়েছে। এই অস্বাভাবিক জন্ম গ্রামবাসীদের মধ্যে তীব্র কৌতূহল এবং আলোচনা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের ৭ নং ওয়ার্ডের শান্তিপুর এলাকার সোহেল রানার একটি ছাগল এ বাচ্চার জন্ম দেয়। ছাগল ছানাটিকে এক নজর দেখতে সোহেলের বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার শত শত মানুষ।
সরেজমিনে দেখা যায়, সোহেলের বাড়িতে তার একটি পালিত ছাগল দুটি ছাগল ছানার জন্ম দিয়েছে। এদের মধ্যে একটি স্বাভাবিক প্রকৃতির হলেও অপরটি অস্বাভাবিক প্রকৃতির (দুই মাথা, দুই মুখ ও চার চোখ বিশিষ্ট) হয়ে জন্মগ্রহণ করেছে।
ছাগল ছানাটির দুটি মাথা জোড়া লাগানো এবং দুই মুখ ও চারটি চোখ রয়েছে। তাছাড়া অন্যান্য শারীরিক গঠন ঠিক রয়েছে। এমন ছাগল ছানা প্রসব হওয়ার পর এলাকা জুড়ে ব্যাপক আলোচনা চলছে।
ছাগল ছানা দেখতে আসা শাহিনুর নামে এক ব্যক্তি জানান, এর আগে বিভিন্ন এলাকায় এমন ঘটনার কথা শুনেছি। এবার নিজ এলাকায় এমন প্রকৃতির অদ্ভুত ছাগল ছানা নিজ চোখে দেখলাম।
ছাগলের মালিক সোহেল রানা বলেন, বৃহস্পতিবার বিকেলে গর্ভবতী মা ছাগলটির দুটি বাচ্চা প্রসব হয়। প্রথম বাচ্চাটি স্বাভাবিক হলেও পরের বাচ্চাটি অস্বাভাবিক প্রকৃতির প্রসব হয়।
রাণীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, দুই মাথা, দুই মুখ ও চার চোখ নিয়ে জন্ম নেওয়া ছাগল ছানাটি জন্মগত ত্রুটি। এটি আসলে জিনগত ত্রুটির কারণে হয়ে থাকে। শুক্রাণু-ডিম্বাণুর ভারসাম্যের তারতম্যের কারণে মাথা ও শরীর স্বাভাবিকভাবে হতে পারে না। ফলে অস্বাভাবিক পশুর জন্ম হয়। ছাগল ছানাটিকে বাঁচিয়ে রাখার জন্য যাবতীয় চিকিৎসা প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post