করোনার বিস্তার বন্ধ করতে অস্থায়ীভাবে পরিষেবা বন্ধ করে দেওয়ার পর অবশেষে আজথেকে ওমানের জাতীয় পরিবহণ মাওয়াসালাত পরিচালিত সিটি বাস পরিষেবাগুলি মাস্কাট অঞ্চলে পুনরায় চালু করা হয়েছে। রবিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মাওয়াসালাত। যাত্রীদের নিরাপদ রাখতে ও বাসগুলো বর্তমান পরিস্থিতিতে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিদিন সকল বাস জীবাণুমুক্ত করা হবে। এর মধ্যে প্রতিটি ভ্রমণের শুরু ও শেষে বাসের আসন, হ্যান্ডলগুলি এবং অন্যান্য অংশ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে মাওয়াসালাত।
তবে বর্তমান পরিস্থিতিতে বাসগুলো রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করার জন্য আন্তঃনগরে ৫০০ ওমানি পয়সা ও সিটি বাসে ১০০ পয়সা ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত এই অর্থ দিয়ে যানবাহনে যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিটি যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করে বাসে উঠার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে বিবৃতিতে। সেইসাথে বাসে চলাচল করতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এবং ভ্রমণের সময় বাসের ভিতর দাঁড়িয়ে থাকা যাবে না। এছাড়াও দেশটির সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আরো পড়ুনঃ মানব সেবার নামে ওমান প্রবাসীদের থেকে কোটি টাকার জালিয়াতি
দীর্ঘদিন বন্ধের পর আন্তঃনগর বাস পরিষেবাগুলি ধীরে ধীরে চালু হওয়ায় এই খাতে কর্মরত নাগরিকরা কিছুটা আর্থিকভাবে সচ্ছল হতে পারছে বলে জানান দেশটির পাবলিক ইন্টার-সিটি ট্রান্সপোর্টের পরিকল্পনা বিভাগের প্রধান মোহাম্মদ আল ইউসেফি।
আরো দেখুনঃ ওমানে গ্রেফতার আতঙ্কে অপরাধীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post