মালয়েশিয়ায় ৭ বাংলাদেশিসহ ১০৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুরের পাইকারি বাজার সেলায়াংয়ে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।
দেশটির একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রথমে ২১৩ জন অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করার পর ১০৮ জনের কাছে দেশটিতে থাকার বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন।
তাদেরকে কুয়ালালামপুরের বুকিত জলিল ডিটেনশন ডিপোতে ১৪ দিনের প্রাথমিক রিমান্ডে নেয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এসব অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন পুলিশ। বিষয়টি নিয়ে বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক।
মালয়েশিয়ায় চলমান রয়েছে অভিবাসী বৈধকরণের যাচাইকরণ প্রক্রিয়া। চলবে ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু এরইমধ্যে দেশটির কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে অভিবাসন বিভাগ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post