ওমানে ভিসা বন্ধের পর এবার আরও এক দুঃসংবাদ পেলো বাংলাদেশ। চট্টগ্রামে নিজেদের ফ্লাইট কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ওমানের রাস্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা ওমান এয়ার। কোম্পানির অর্থনৈতিক অবস্থা বিবেচনায় বাজারে টিকে থাকতে কৌশলগত একাধিক সিদ্ধান্ত নিয়েছে তারা, তারই অংশ হিসেবে এই পরিকল্পনার কথা জানালো ওমান এয়ার।
মধ্যপ্রাচ্যের সমৃদ্ধশালী দেশ ওমানে প্রবাসী বাংলাদেশীর বেশিরভাগই চট্টগ্রাম অঞ্চলের মানুষ। এই প্রবাসী যাত্রীদের যাতায়াত সেবা দিতে ২০০৭ সালে চট্টগ্রাম-মাসকাট রুটে সরাসরি ফ্লাইট চালুর মধ্যে দিয়ে বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারিত করে সংস্থাটি।
শুরুতে সপ্তাহে ৫দিন চলাচল করলেও যাত্রী চাহিদার কারণে ২০১০ সাল থেকে প্রতিদিনই ফ্লাইট চালু করা হয়। তবে ভিসা বন্ধের কারণে যাত্রী চাহিদা আগের চেয়ে কিছুটা কমতে থাকে। এছাড়া লোকসান থেকে বেরিয়ে আসার পরিকল্পনা থেকে নতুন নতুন সব সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসছে ওমান এয়ার। তারই অংশ হিসেবে ইসলামাবাদ, লাহোর ও কলম্বোর মতো চট্টগ্রামেও বিমানসেবা বন্ধ করতে যাচ্ছে তারা।
এর আগে গত ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরণের ভিসা সেবা স্থগিত করে রয়্যাল ওমান পুলিশ। এরপর বাংলাদেশ সরকারের উপর মহল থেকে ভিসা চালুর বিষয়ে সবুজ সংকেত দেয়া হলেও এ নিয়ে ইতিবাচক কোনো প্রতিক্রিয়া দেখায়নি উপসাগরীয় দেশটি।
এ নিয়ে ওমান যেতে ইচ্ছুক কিংবা প্রবাসীদের হতাশার শেষ নেই। তার মধ্যেই নতুন করে বাংলাদেশে নিজেদের ফ্লাইট সেবা সীমিত করার ঘোষণা দিলো ওমান এয়ার। এতে করে দেশে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে চলেছেন ওমানে বসবাসরত চট্টগ্রামের প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post