সৌদি আরবে গত এক সপ্তাহে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে ১৯ হাজার ৩২১ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার (২৭ জানুয়ারি ) সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আবাসন আইন ভাঙার অপরাধে সর্বোচ্চ ১১ হাজার ৪২৭ জন গ্রেপ্তার হয়েছেন। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। এ ছাড়া কাজ–সম্পর্কিত অপরাধে ৩ হাজার ১৯৭ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সীমান্ত পাড়ি দিতে গিয়ে সর্বোচ্চ গ্রেপ্তার হয়েছেন ইয়েমেন, ইথিওপিয়ার লোকজন।
অন্যান্য দেশের লোক মাত্র ২ শতাংশ। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে ঢুকতে যাঁরা সহায়তা করবেন, এমনকি আশ্রয়দাতা ও পরিবহনে যুক্ত থাকা ব্যক্তিদের ১৫ বছর কারাদণ্ড, ২ লাখ ৬০ হাজার ডলার জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post