অস্কারজয়ী হলিউড অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি সৌদি আরবের একটি চ্যারিটিতে দুই লাখ ৭৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় তিন কোটি দুই লাখেরও বেশি) টাকা দান করেছেন। দেশটির প্রতিবন্ধীদের বিশেষ সেবার জন্য এই টাকা দান করেছেন অভিনেতা। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি মিডিয়া।
জানা গেছে, রাজধানী রিয়াদের উত্তর-পশ্চিমের প্রাচীন শহর দিরিয়াতে দাতব্য গোষ্ঠী সোসাইটি অব অটিজম ফ্যামিলি ফর্মুলা ই’র সঙ্গে এই নিলামের আয়োজন করে। এতে বিক্রির তালিকায় ছিল গয়না, গাড়ি, ঘোড়া এবং বিভিন্ন শিল্পকর্ম। নিলাম থেকে একটি পেইন্টিং কিনেছেন অ্যাড্রিয়েন ব্রডি, যা প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত হবে।
আয়োজকরা বলেন, এ ধরনের দাতব্য নিলামের মাধ্যমে সৌদিতে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ ও তাদের পরিবারের জন্য আমরা কাজ করছি। তারা যাতে টেকসই জীবন পান এবং বিভিন্ন ক্ষেত্রে সমাজের অনুপ্রেরণা হতে পারেন। নিলামে রাজপরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
রোমান পোলান্স্কি পরিচালিত ‘দ্য পিয়ানিস্ট’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বিশ্বব্যাপী পরিচিত ও সমাদৃত হন অ্যাড্রিয়েন ব্রডি। এই সিনেমায় অভিনয় করে মাত্র ২৯ বছর বয়সে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একাডেমি পুরস্কার জিতে নেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post