জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৭৫ তম অধিবেশনে বক্তৃতায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ বিন হামদ আল বুসাইদী বলেন, দেশে করোনাভাইরাস মহামারী মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ওমান সরকার।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন: ” করোনার মহামারীটি আমাদের নিত্যদিনের জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছে। কিন্তু চ্যালেঞ্জ যতই কঠিন হোক না কেন, আমাদের অবশ্যই জীবনের নতুন উপায়গুলির সাথে খাপ খাইয়ে নিতে হবে ও আশাবাদী থাকতে হবে ভবিষ্যতের জন্য। আমাদের সহযোগিতাই আমাদের দেশ ও জনগণের সাধারণ লক্ষ্য অর্জনে সর্বোত্তম পদ্ধতি। ”
আরো দেখুনঃ ওমানের সাহেদ সৈয়দ মোজাম্মেল হক!
তিনি আরো বলেন, “আন্তর্জাতিক মহলে মহামারী মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষত সীমিত চিকিৎসা সুবিধা ও ভ্যাকসিন আবিষ্কারের দিকে বেশি মনোযোগ দিয়েছে বিশ্ব। করোনার মহামারীটি দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে এবং এ ক্ষেত্রে আমরা দাতা দেশসমূহ ও সংস্থাগুলিকে ঋণ পুনর্গঠন প্রক্রিয়াটি সহজ করার জন্য বিশেষভাবে আহ্বান জানায়। যাতে ক্ষতিগ্রস্ত দেশগুলি আর্থিক সহায়তা পাবে ও বিশ্বের অর্থনীতির আরো এগিয়ে যাবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post