জার্মান সরকারের বিমান বিড়ম্বনা অব্যাহত। এবার আফ্রিকার জিবুতিতে যাওয়ার পথে বিপাকে পড়লেন পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। বুধবার (২৪ জানুয়ারি) জিবুতির দিকে উড়ে যাবার সময় হঠাৎ সৌদি আরবে অবতরণ করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের বিমান। ইরিত্রিয়ার ওপর দিয়ে ওড়ার প্রয়োজনীয় অনুমতি ছিল না জার্মান বিমান বাহিনী লুফটওয়াফের এই বিমানটির। সেকারণেই এই আচমকা বিরতি।
জার্মান সরকারি বিমানযাত্রায় ব্যাঘাতের এই ধারা চলে আসছে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের আমল থেকেই। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে তার বিমান নামার পর আনালেনা বেয়ারবক বলেন, ‘পরিকল্পনার বাইরে এমন কিছু ঘটলে আমাদের মানিয়ে নিতে হয়।’
পূর্ব আফ্রিকায় তিন দিনব্যাপী সফরের সূচনা হবার কথা ছিল জিবুতি শহরে। সেখানে লোহিত সাগরের নিকটবর্তী অঞ্চল ও সুদানে চলমান সংঘর্ষের বিষয়ে আলোচনায় যোগ দেবার কথা বেয়ারবকের। লুফটওয়াফের তরফে বেয়ারবকের বিমানের দায়িত্বপ্রাপ্ত চালক বলেন, ‘আমাদের সকল প্রচেষ্টা সত্ত্বেও ইরিত্রিয়ার ওপর দিয়ে উড়ে যাবার অনুমতি আমরা পাইনি।’
সাধারণত বিমান গন্তব্যের দিকে উড়ে যাবার পথেও প্রয়োজনীয় অনুমতির জন্য আবেদন করতে পারে। কিন্তু বেয়ারবকের বিমানের ক্ষেত্রে কোনো অনুমতিই পাওয়া যায়নি। এমনকি ইরিত্রিয়ার মন্ত্রণালয়ও কোনো সমাধান দিতে পারেনি। চলমান সশস্ত্র সংঘর্ষের কারণে সুদান ও ইয়েমেনের আকাশপথ ব্যবহার করা অসম্ভব। এমন সংঘাতপূর্ণ সময়ে ‘স্বাভাবিক, শান্তিপূর্ণ’ পরিস্থিতির আশা করা যায় না, বলেন বেয়ারবক।
লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা থেকে কীভাবে বেসামরিক জাহাজ চলাচলকে নিরাপদ রাখা যায়, সেবিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনা তুলে ধরতে বৃহস্পতিবার জিবুতিতে যাবার আগে তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, এটি তীরে থাকা জাহাজদের নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা। সোজা কথায় বললে, প্রতিরক্ষার সাথে যুক্ত বিষয়টি।’ সুদান যুদ্ধ নিয়ে আলোচনার উদ্দেশে বেয়ারবক কেনিয়া ও সাউথ সুদানেও যেতে চান।
২০২৩ সালের আগস্ট মাসে সাতদিনব্যাপী ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সফর বাতিল করতে বাধ্য হন বেয়ারবক। তখনও সফর বাতিল হবার পেছনে ছিল সরকারি বিমানের গোলযোগ। মে মাসে কাতারের রাজধানী দোহায় বিমানের চাকা ফেটে যাবার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাকে। এর আগে, ২০২২ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক বাতিল করেন বেয়ারবক। সেবার অতিরিক্ত তুষারপাতের কারণে আয়ারল্যান্ডে অবতরণ করতে বাধ্য হয় বেয়ারবকের সরকারি বিমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post