ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে প্রথমবারের মতো তুষার পর্বত ভ্রমণের আয়োজন করেছে ইতালিতে বাংলাদেশি সাংবাদিক সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব। সাংবাদিক পরিবারসহ প্রবাসীরা ইতালির অন্যতম পর্যটন এই এলাকায় আনন্দ ভ্রমণ করেন। পর্বতটি ভূমি থেকে ২৭০০ মিটার উচ্চতায় সানমারতিনো দি কাসটোরোচ্ছাতে সাদা বরফের রাজ্য হিসেবে পরিচিত।
অপরুপ সৌন্দর্য এবং বরফের রাজ্যে পৌঁছে আনন্দে মেতে ওঠে শিশুরা। আর যাত্রাপথে সঙ্গীত, কৌতুকে মেতে ওঠেন সকলে। এমন আয়োজনে অংশ নেয়া প্রবাসীরা সকলেই ছিলেন ভীষণ উচ্ছ্বসিত। আনন্দ আরও বাড়িয়ে তুলতে ছিলো র্যাফেল ড্র-এর আয়োজন।
বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দ্বিতীয় পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন এবং তৃতীয় পুরস্কার হ্যান্ড ব্লেন্ডার তুলে দেয়া হয়। ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন , সাধারণ সম্পাদক মোহাম্মাদ উল্লাহ সোহেল ছাড়াও সোহেলা আক্তার বিপ্লবী, দিলরুবা জামান এবং নাজনীন আখতার এসময় উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post