তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন সৌদি আরবের মজলিশে শুরা কাউন্সিলের স্পিকার ড. আব্দুল্লাহ আল শেখ। আগামী ৩০ জানুয়ারি তিনি বাংলাদেশে আসবেন।
বাংলাদেশের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সৌদি স্পিকার সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাত করবেন।
সৌদি স্পিকার সফরের দ্বিতীয় দিন ৩১ জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ পরিদর্শন করবেন। ওইদিন সৌদি স্পিকারের সম্মানে বাংলাদেশের স্পিকার একটি ডিনারের আয়োজন করবেন। তিনদিনের সফর শেষে তিনি ১ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবেন। সৌদি স্পিকারের সাথে দেশটির পার্লামেন্টের দুইজন প্রভাবশালী সংসদ সদস্যও থাকবেন বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post